নীলফামারীর ডোমারে মিনি পেট্রোল পাম্পে তেলের ড্রাম বিস্ফোরণ হয়ে মারুফ হোসেন সোহাগ (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
নীলফামারীতে তেলের ড্রাম বিস্ফোরণ এ পাম্পের ম্যানেজার নিহত
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চিলাহাটি বাজারের মিনি পেট্রোল পাম্পে ঘটনাটি হয়। নিহত মারুফ চিলাহাটি পাটোয়ারী পাড়া এলাকার এরফান হোসেনের ছেলে। তিনি ওই মিনি পেট্রোল পাম্পের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, মিনি পেট্রোল পাম্পের তেলের ড্রামে লিকেজ ধরা পড়ে। লিকেজ ঠিক করার জন্য ওয়েল্ডিং মিস্ত্রি ডেকে আনেন পাম্পের কর্মচারী। ওয়েল্ডিং করার সময় ড্রামটিতে বিস্ফোরণ ঘটে। পাশে দাঁড়িয়ে থাকা পাম্প ম্যানেজার মারুফের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা চিলাহাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য মারুফকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
চিলাহাটি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নিয়ে যাই। অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারুফের মৃত্যু হয়।’
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মারুফ হোসেন সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: