মেলার জন্য মাঠে চলছে অবকাঠামো নির্মাণ

মেলার জন্য মাঠে চলছে অবকাঠামো নির্মাণ,মাসব্যাপী এই মেলার কারণে দীর্ঘদিন খেলোয়াড়েরা এই মাঠে অনুশীলন করতে পারবেন না।নীলফামারীর সৈয়দপুর শহরের রেলের মাঠে (ফাইভ স্টার মাঠ) আয়োজন করা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার। এ জন্য সপ্তাহখানেক ধরে অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এ মাসের শেষের দিকে সেখানে মেলা শুরু হবে। এদিকে মেলার অবকাঠামো নির্মাণের কাজ চলায় খেলোয়াড়দের অনুশীলন বন্ধ হয়ে গেছে। মাসব্যাপী এই মেলার কারণে দীর্ঘদিন তাঁরা এই মাঠে অনুশীলন করতে পারবেন না।

ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা অন্য স্থানে মেলা আয়োজনের দাবি জানিয়েছেন।খেলোয়াড়দের সাময়িক অসুবিধা হবে। তবে তাঁরা অন্য মাঠে অনুশীলন করতে পারেন। সৈয়দপুরে অনেক মাঠ রয়েছে।সানজিদা বেগম, ভাইস চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা পরিষদ।

 

মেলার জন্য মাঠে চলছে অবকাঠামো নির্মাণ

 

মেলার জন্য মাঠে চলছে অবকাঠামো নির্মাণ

রেলের মাঠে মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জানি, এতে খেলোয়াড়দের সাময়িক অসুবিধা হবে। তবে তাঁরা অন্য মাঠে অনুশীলন করতে পারেন। সৈয়দপুরে অনেক মাঠ রয়েছে। এখানকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য মেলার আয়োজন করছি। জেলা প্রশাসনের অনুমতি পেলে ২৫ মে মেলার উদ্বোধন করা হবে।’

গতকাল বৃহস্পতিবার রেলের মাঠে দিয়ে দেখা যায়, মাঠটিতে দোকান বসানোর জন্য চলছে মাটি কাটার কাজ। সৃষ্টি হচ্ছে খানা-খন্দের। কোথাও ইট–সিমেন্টের গাঁথুনি চলছে, বাঁশ তৈরি করা হচ্ছে কাঠামো। নাগরদোলা বসানোর কাজ চলছে। মাঠের পাশে বসেছিলেন সিটি ক্রিকেট একাডেমির কোচ মোক্তার সিদ্দিকী। তিনি একসময় ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলেছেন। মোক্তার বলেন, ‘আমার একাডেমির ৫০ শিক্ষার্থী এই মাঠে অনুশীলন করেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ ছাড়া সৈয়দপুর ক্রিকেট একাডেমির দেড় শতাধিক খেলোয়াড় সকাল-বিকেল ওই মাঠে অনুশীলন করেন। জেলা ক্রীড়া সংস্থার বাছাই করা ক্রিকেট দলের অনুশীলনও এই মাঠে হয়ে থাকে। মেলা আয়োজনের কারণে কয়েক মাস এখানে অনুশীলন করা যাবে না। মাঠটিতে রয়েছে ভালো মানের পিচ। মেলার কারণে পিচও নষ্ট হয়ে যাবে।’ সৈয়দপুর সিটি ক্রিকেট একাডেমির সভাপতি সালাহউদ্দিন বলেন, ফাইভ স্টার মাঠে মেলা মানে খেলোয়াড়দের জন্য দুঃসংবাদ। এতে মাঠটি ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘদিন ওই মাঠে আর কোনো অনুশীলন করা যাবে না। তিনি মেলা অন্য মাঠে আয়োজন করার জোর দাবি জানান।

 

মেলার জন্য মাঠে চলছে অবকাঠামো নির্মাণ

 

নাম প্রকাশ না করার শর্তে একজন ক্রীড়া সংগঠক বলেন, রেলের মাঠের অবস্থান শহরের গুরুত্বপূর্ণ শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা সড়কের অফিসার্স কলোনি এলাকায়। ওই সড়ক দিয়ে সৈয়দপুর বিমানবন্দর, সেনানিবাস, উপজেলা পরিষদ, সরকারি বিজ্ঞান কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যেতে হয়। অথচ এ রকম একটি গুরুত্বপূর্ণ স্থানে মেলার আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন:

Leave a Comment