আমাদের আজকের আলোচনার বিষয় নীলফামারী উপজেলার ইউনিয়ন, নীলফামারী জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রংপুর বিভাগের অন্তর্গত ।
নীলফামারী জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা (দ্বিতীয় স্তরের প্রশাসনিক ইউনিট)। এটি রংপুর বিভাগের (বাংলাদেশের আটটি বিভাগের একটি যা ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে সপ্তম বিভাগ হিসাবে গঠিত হয়) আটটি জেলার একটি অন্যতম সীমান্তঘেষা জেলা। এ জেলার সদর বা রাজধানীর নামও নীলফামারী। নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্য দিকে লালমনিরহাট জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা অবস্থিত।
নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূ-সংস্থান বেশ সমৃদ্ধ যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিক উচু ও খরা পিরিত অঞ্চল, পূর্ব দিক তিস্তার বালুকাময় এলাকা, এই উচু ও বালুময় ভূমি ধীরে ধীরে দক্ষিণপশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে। নীলফামারী অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। এ জেলায় সত্যপীরের গান, হাঁস খেলা, মাছ খেলাসহ অনেক উৎসব ও মেলার আয়োজন হয়।

নীলফামারী উপজেলার ইউনিয়ন:-
নীলফামারী সদর উপজেলা:
- ১ নং চওড়া বড়গাছা ইউনিয়ন
- ২ নং গোড়গ্রাম ইউনিয়ন
- ৩ নং খোকশাবাড়ী ইউনিয়ন
- ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন
- ৫নং টুপামারী ইউনিয়ন
- ৬ নং রামনগর ইউনিয়ন
- ৭ নং কচুকাটা ইউনিয়ন
- ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন
- ৯ নং ইটাখোলা ইউনিয়ন
- ১০ নং কুন্দপুকুর ইউনিয়ন
- ১১ নং সোনারায় ইউনিয়ন
- ১২ নং সংগলশী ইউনিয়ন
- ১৩ নং চড়াইখোলা ইউনিয়ন
- ১৪ নং চাপড়া সরঞ্জানী ইউনিয়ন
- ১৫ নং লক্ষীচাপ ইউনিয়ন
সৈয়দপুর উপজেলা:
- ১নং কামারপুকুর ইউনিয়ন
- ২ নং কাশিরামবেলপুকুর ইউনিয়ন
- ৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন
- ৪ নং বোতলাগাড়ী ইউনিয়ন
- ৫ নং খাতামধুপুর ইউনিয়ন
ডিমলা উপজেলা :
- ১নং পশ্চিশ ছাতনাই ইউনিয়ন পরিষদ।
- ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ ।
- ৩নং ডিমলা ইউনিয়ন পরিষদ।
- ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ।
- ৫নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ।
- ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ।
- ৭নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ।
- ৮নং ঝুনাগাছ ইউনিয়ন পরিষদ।
- ৯নং টেপা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদ।
- ১০নং পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ।

ডোমার উপজেলা:
- ১ নং ভোগডাবুড়ি
- ২ নং কেতকীবাড়ী
- ৩ নং গোমনাতি
- ৪ নং জোড়াবাড়ী
- ৫ নং বামুনীয়া
- ৬ নং পাংগা মটকপুর
- ৭ নং বোড়াগাড়ী
- ৮ নং ডোমার
- ৯ নং সোনারায়
- ১০ নং হরিণচড়া
জলঢাকা উপজেলা :
- ১ নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ।
- ২ নং গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ।
- ৩ নং বালাগ্রাম ইউনিয়ন পরিষদ।
- ৪ নং গোলনা ইউনিয়ন পরিষদ।
- ৫ ধর্মপাল ইউনিয়ন পরিষদ।
- ৬ নং শিমুল বাড়ী ইউনিয়ন পরিষদ।
- ৭ নং মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ।
- ৮ নং কাঁঠালী ইউনিয়ন পরিষদ।
- ৯ নং খুটামারা ইউনিয়ন পরিষদ।
- ১০ নং শৌলমারী ইউনিয়ন পরিষদ ।
- ১১ নং কৈমারী ইউনিয়ন পরিষদ।

কিশোরগঞ্জ উপজেলা :
- ১ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ।
- ২ নং পুটিমারী ইউনিয়ন পরিষদ।
- ৩ নং নিতাই ইউনিয়ন পরিষদ।
- ৪ নং বাহাগিলি ইউনিয়ন পরিষদ।
- ৫ নং চাঁদখানা ইউনিয়ন পরিষদ।
- ৬ নং কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ।
- ৭ নং রনচন্ডি ইউনিয়ন পরিষদ ।
- ৮ নং গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ।
- ৯ নং মাগুরা ইউনিয়ন পরিষদ।
আরও পড়ূনঃ

1 thought on “নীলফামারী উপজেলার ইউনিয়ন”