কিশোরী উদ্ধার – নীলফামারী জেলার সৈয়দপুর থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার নাবালিকা কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী মো. সুজন (২৬) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে জেলার কিশোরগঞ্জ উপজেলার কেশবা মডেল পাড়াস্থ দোদুল মিয়ার(৪০) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব-১৩ কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানায় সপোর্দ করেছে।
নীলফামারীতে কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৬ ডিসেম্বর রাত আটটার দিকে সৈয়দপুর উপজেলার খাতামধুপুরের নাবালিকা কিশোরীকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই তকেয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. সুজন (২৬) তার দলবলসহ অপহরণ করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৬ ডিসেম্বর রাত আটটার দিকে সৈয়দপুর উপজেলার খাতামধুপুরের নাবালিকা কিশোরীকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই তকেয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. সুজন (২৬) তার দলবলসহ অপহরণ করে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: