Site icon নীলফামারী জিলাইভ | truth alone triumphs

ঘন কুয়াশা ও কনকনে শীতে নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা আর কনকনে শীত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে নীলফামারীতে। সারাদিন সূর্যের মুখ দেখা না যাওয়ায় নিম্ন আয়ের মানুষরা পড়েছেন চরম ।

 

ঘন কুয়াশা ও কনকনে শীতে নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত

ভোর রাত থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে কমছে না শীতের তীব্রতা। এতে দুর্ভোগে পড়তে হয় খেটে খাওয়া মানুষজনকে।

এদিকে শীত ও কুয়াশার কারণে শ্রমজীবী ও গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো বিপাকে পড়েছেন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে বিপদে পড়েছেন পরিবারের সদস্যরা। শীত নিবারণে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

 

আরও পড়ুন:

Exit mobile version