Site icon নীলফামারী জিলাইভ | truth alone triumphs

নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার ২

চেয়ারম্যান সহ গ্রেফতার – নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ। গ্রেফতার দীপক বাবুপাড়া মহল্লার মৃত. মানিক চক্রবর্তির ছেলে।

 

নীলফামারীতে সাবেক ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার ২

 

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপক।

এছাড়াও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামী ইয়াসিন ওরফে গনে কসাই নামে আরো একজনকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। ডিমলা উপজেলার সুটিবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার মৃত. টোকরা মামুদের ছেলে ইয়াসিন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশুকুড়ি এলাকার সিদ্দিক আলী হত্যা মামলার এজাহার নামীয় আসামী দীপক চক্রবর্তি এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা মামলার এজাহার নামীয় আসামী ইয়াসিন ওরফে গনে কসাই।

 

আরও পড়ুন:

Exit mobile version