সৈয়দপুর ঢাকা রুটে ডানা মেললো এয়ার অ্যাস্ট্রা

সৈয়দপুর ঢাকা রুটে ডানা মেললো এয়ার অ্যাস্ট্রা,নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার- অ্যাস্ট্রা।রোববার (১৪ মে) দুপুরের এ ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উদ্বোধনের পর বিকাল সাড়ে ৩টায় প্রথমবারের মতো এ রুটে ডানা মেলে এয়ার -অ্যাস্ট্রার বিমান।

 

সৈয়দপুর ঢাকা রুটে ডানা মেললো এয়ার অ্যাস্ট্রা

 

 

সৈয়দপুর ঢাকা রুটে ডানা মেললো এয়ার অ্যাস্ট্রা

এয়ার -অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানায়, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে দুপুর ২টা ১০ মিনিট এবং রাত ৮টায় এবং সৈয়দপুর থেকে যথাক্রমে বিকেল ৩টা ৪০ মিনিট এবং রাত সাড়ে ৯টায় ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এ রুটে ওয়ান ওয়েতে ট্যাক্সসহ সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯০ টাকা।এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পর দেশের উত্তরাঞ্চলে এয়ার -অ্যাস্ট্রার ফ্লাইট চালু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন এ অঞ্চলের বিশিষ্টজনরা।

জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল বলেন, বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এ রুটে তাদের ফ্লাইট পরিচালনা করে আসছে৷ দিন দিন মানুষের কাছে বিমানের গ্রহণযোগ্যতা বাড়ছে। এজন্য ফ্লাইট বাড়ানো জরুরি ছিল। এয়ার -অ্যাস্ট্রা চালু হওয়ায় আমাদের সুবিধাই হবে। আশাকরি তারা প্রত্যাশিত সেবা দিতে পারবে।সমাজ কর্মী শিরিন আক্তার আশা জানান, জরুরি ক্ষেত্রে সৈয়দপুরে ফ্লাইট মিসের ঘটনা ঘটে। পরে আর ফ্লাইট না থাকায় যাত্রা অনেক

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সময় বাতিল করতে হয়। তবে আরও একটি এয়ার লাইন্স ফ্লাইট চালু করা সত্যিই আনন্দের।কাপড় ব্যবসায়ী মশিউর রহমান বলেন, এয়ার- অ্যাস্ট্রা চালুতে আমাদের যাতায়াতের অনেকটা সুবিধা হবে।সৈয়দপুর বিমানবন্দর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ বলেন, অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে সৈয়দপুর একটি গুরুত্বপূর্ণ রুট। আশাকরি এয়ার- অ্যাস্ট্রা তাদের সেবার মধ্য দিয়ে প্রশংসা কুঁড়াবে।

সৈয়দপুর ঢাকা রুটে ডানা মেললো এয়ার অ্যাস্ট্রা
আরও পড়ুন:

1 thought on “সৈয়দপুর ঢাকা রুটে ডানা মেললো এয়ার অ্যাস্ট্রা”

Leave a Comment