Site icon নীলফামারী জিলাইভ | truth alone triumphs

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের কৃষক জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাসিনুর রহমান (৫)।

 

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

 

এলাকাবাসী জানান, সোমবার বিকেলের দিকে তারা বাড়ির সামনের মাঠে খেলছিল। এ সময় বসতঘরের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তারা দুইজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জয়নালের দুই শিশু সন্তান কারেন্টের তারে জড়িয়ে মারা যায়।

ওইদিন বাদ এশা শিশু দুইজনকে দাফন করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Exit mobile version