Site icon নীলফামারী জিলাইভ | truth alone triumphs

নীলফামারীতে শুরু ঢাকায় শেষ

নীলফামারীতে শুরু – দেড় বছরেরও বেশি সময় ধরে পর্দায় নেই আফরান নিশো। এক সিনেমা মুক্তির পর অনেকটা হারিয়েই গিয়েছিলেন তিনি। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার খবর এলেও সেগুলো আর শুটিং ফ্লোরে গড়াতে দেখা যায়নি। তবে খানিক সময় নিয়ে তিনি আবারও ফিরছেন। ঘোষণা দিয়েছেন, আসছে ঈদে তার সঙ্গে দেখা হবে সিনেমাহলে।

 

নীলফামারীতে শুরু ঢাকায় শেষ

 

অর্থাৎ ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘দাগী’। এটি নির্মাণ করছেন নির্মাতা শিহাব শাহীন। ‘ছুঁয়ে দিলে মন’-এর প্রায় ৯ বছর পর দ্বিতীয় সিনেমা নিয়ে ফিরছেন তিনি। নতুন খবর হলো, আগামীকাল সোমবার থেকে শুটিং ফ্লোরে গড়াচ্ছে ‘দাগী’। নীলফামারীতে শুরু হচ্ছে এর শুটিং। আজ রবিবার দুপুরের ফ্লাইটে তারা গন্তব্যের উদ্দেশে রওনা দেবেন। এমনটা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নির্মাতা।

শিহাব শাহীন বলেন, ‘অবশেষে শুটিং শুরু করতে যাচ্ছি। নীলফামারীতে শুরু হচ্ছে। সৈয়দপুর, নীলফামারী, রাজশাহী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে এর শুটিং হবে। এরপর শেষ দিকে হবে ঢাকাতে।’ জানা গেছে, সিনেমাটির নব্বই ভাগ শুটিং হবে ঢাকার বাইরে, বাকি অংশের দৃশ্যায়ন হবে ঢাকায়।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে নির্মিত হবে ‘দাগী’। নির্মাতার ভাষ্যে, যে গল্প নিয়ে সিনেমাটি করছি, এরকম গল্প আগে দর্শক দেখেনি। আলফা আই-এসভিএফ প্রযোজিত এই সিনেমায় আফরান নিশোর সঙ্গে দেখা যাবে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালকে।

 

আরও পড়ুন:

Exit mobile version