পার্বতীপুরে ট্রাকচাপায় মামা ভাগনের মৃত্যু,দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের চাপায় মামা-ভাগনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চান্দাপাড়া এলাকায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন আবুল কালাম (৫০) ও তাঁর ভাগনে আশরাফুল হক মোড়ল (২৬)। আবুল কালাম পার্বতীপুর শহরের ধুপিপাড়া ফকিরতল্যা এলাকার আবু সুলতানের ছেলে। আর আশরাফুল একই এলাকার আবদুল মান্নানের ছেলে।

পার্বতীপুরে ট্রাকচাপায় মামা ভাগনের মৃত্যু
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে পার্বতীপুর থেকে ভ্যান চালিয়ে ফুলবাড়ী শহরে যাচ্ছিলেন ভ্যানচালক আশরাফুল হক। ভ্যানটি নিয়ে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক আশরাফুল ও ভ্যানের যাত্রী

তাঁর মামা ভাঙারি ব্যবসায়ী আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক রিয়াজুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি দিনাজপুরে।

আরও পড়ুন:

1 thought on “পার্বতীপুরে ট্রাকচাপায় মামা ভাগনের মৃত্যু”