নীলফামারীতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

রুকন সম্মেলন অনুষ্ঠিত – নীলফামারীতে জামায়াতের রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) জেলা শহরের আল-হেলাল একাডেমি চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

নীলফামারীতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জেলা জামায়াতের আমির আব্দুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন রংপুর-দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন।

 

 

জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা জামায়াতের নায়েবে আমির ড.খায়রুল আমান, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, জেলা কর্মপরিষদ সদস্য আবু হানিফা, মনিরুজ্জামান জুয়েল, ছাদের হোসেন, আব্দুল কাজেম প্রমুখ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলা জামায়াতের আমির আব্দুর রশীদ জানান, সম্মেলন শেষে জেলা আমির নির্বাচনে (২০২৫-২০২৬) ৮৪৮জন সদস্য ভোট প্রদান করেন। প্রদত্ত ভোট কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে একযোগে সারা দেশের ফলাফল ঘোষণা করা হবে।

 

আরও পড়ুন:

Leave a Comment