শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে কৃষক কেটে দিলো ছাত্রলীগ

শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে কৃষক কেটে দিলো ছাত্রলীগ,জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশ ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দিকনির্দেশনায় নীলফামারী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নসিবের নেতৃত্বে এ কর্মসূচি শুরু করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গোড়গ্রাম বিন্নাদিঘীর পূর্বপাশে প্রান্তিক চাষি নূর আলমের ধান কেটে দেন তারা। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন কাজে খুশি স্থানীয় লোকজন।

 

শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে কৃষক কেটে দিলো ছাত্রলীগ

 

শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে কৃষক কেটে দিলো ছাত্রলীগ

কৃষক নূর আলম বলেন, ‘এক বিঘা জমির ধান কাটতে প্রায় তিন হাজার টাকা লাগতো। ছাত্রলীগের চেংরাগুলা সে ধান ফ্রিতে কাটি দিছে। আল্লাহ ওমার ভালো করুক। এই রোদে বেচারারা খুব কষ্ট করেছে। কদিন থেকে ধান কাটার মানুষ খুঁজি পাই না। পাইলেও অনেক টাকা চায়। আজ তারা ধান কাটি দিলো। দোয়া করি তাদের জন্য।’স্থানীয় লিখন চৌধুরী বলেন, ছাত্রলীগ মানে

আমরা নানা কথা শুনি। তবে ছাত্রলীগের এই ছেলেরা ব্যতিক্রম। তারা গরিব কৃষকের ধান কেটে দিচ্ছে, এর থেকে আনন্দের কী হতে পারে। আমরা তাদের ধন্যবাদ জানাই।গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিপু  বলেন, নসিব ভাই আমাদের নিয়ে এই কর্মসূচির পরিকল্পনা করেন। আমি আমার এলাকার অসহায় কৃষকদের নাম দিই। ভাই ও জেলার

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অন্য ভাইরা আমরা সবাই মিলে ধানটা কাটি।নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী জাগো নিউজকে বলেন, নসিবের নেতৃত্বে জেলা ছাত্রলীগ যে কাজটি করেছে এটি সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা অত্যন্ত খুশি হয়েছি তাদের এমন কাজে। আগামী কর্মসূচিগুলোতে আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে থাকব।

 

শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে কৃষক কেটে দিলো ছাত্রলীগ

 

আরও পড়ুন :

1 thought on “শ্রমিক সংকটে ধান নিয়ে বিপাকে কৃষক কেটে দিলো ছাত্রলীগ”

Leave a Comment