Site icon নীলফামারী জিলাইভ | truth alone triumphs

সন্তানকে শ্বাসরোধের পর আমি হত্যা করিনি বলে চিৎকার বাবার

সন্তানকে শ্বাসরোধের পর আমি হত্যা করিনি বলে চিৎকার বাবার,নীলফামারী সদর উপজেলায় সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে জাকারিয়া শেখ (৫৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৩ মে) ভোরে উপজেলার দক্ষিণ হাড়োয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার জাকারিয়া শেখ চড়াইখোলা পশ্চিম কুচিয়ার মোড় শেখপাড়া এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি উত্তর সোনাখুলি কামিল মাদরাসা শিক্ষকতা (প্রভাষক) করতেন।

 

 

সন্তানকে শ্বাসরোধের পর আমি হত্যা করিনি বলে চিৎকার বাবার

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:
Exit mobile version