জেলায় আজ স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট’ ব্যবস্থাপনা বিষয়ক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

নীলফামারীতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলাম, স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. উমর ফারুক পারভেজ, জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলি আকতার প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, স্থানীয় সম্পদ’ আহরণ ও সরকারি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং বাজেট প্রণয়ণে সক্ষমতা বৃদ্ধিকরণে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ এই কোর্সে অংশ নেন।
আরও পড়ুন:
