Site icon নীলফামারী জিলাইভ | truth alone triumphs

নীলফামারীতে ১০ দিনের বৃক্ষমেলা

১০ দিনের বৃক্ষমেলা – বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে শুরু হয়েছে দশ দিনের বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা।

 

নীলফামারীতে ১০ দিনের বৃক্ষমেলা

 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

 

 

বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও অ্যাডভোকেট আমান উল্লাহ বক্তব্য দেন।

নীলফামারী বন বিভাগের বন মামলা পরিচালনা কারী এ টিএম আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। পরে স্টল পরিদর্শন করেন অতিথিরা।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। এদিকে মেলা উপলক্ষে বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাড়াও গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত ছিলেন।  বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আগামী ৮ নভেম্বর মেলার সমাপনী ঘটবে। সেরা তিনটি স্টলকে আমরা সম্মাননা দেব।

 

আরও পড়ুন:

Exit mobile version