সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার। সেই সোনার বাংলা গড়তে হলে প্রথমে দেশের সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সোনার মানুষ গড়ে তোলার জন্য প্রাথমিক -শিক্ষাই একমাত্র শিক্ষা। সোনার বাংলা গড়তে প্রাথমিক- শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে।

সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে
সোমবার (৮ মে) দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে মানসম্মত প্রাথমিক- শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক- শিক্ষা অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি ডিজিটাল বাংলাদেশ না করতেন তাহলে আমরা করোনাকালীন অনলাইনে শিক্ষা দিতে পারতাম না।এসময় সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে মায়েদের উদ্দেশে তিনি

বলেন, মায়েদের সহযোগিতা ছাড়া আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো না। কারণ আজকের যে শিশুটা আপনার কাছে, সেই শিশুটাই ২০৪১ সালে এদেশের ডিসি হবে, এসপি হবে। তারাই নেতা হবে, দেশ পরিচালনা করবে। তারাই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করবে।এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক- শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক -শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম,
জেলা প্রাথমিক- শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার প্রমুখ।

আরও পড়ুন:
