নীলফামারীতে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ ও রেডক্রিসেন্ট সোসাইটি।

 

নীলফামারীতে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

বুধবার (৮ জানুয়ারি) সকালে জেলা সদরের কচুকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল এবং এলাকা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। অন্যদিকে, একই দিন দুপুরে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আরও ৫০০ কম্বল বিতরণ করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা ফজলুল করিম এবং সেচ্ছাসেবকরা।

 

আরও পড়ুন:

Leave a Comment